• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বগুড়া শাহজাহানপুরের আল আমিন হত্যা মামলার এজাহারনামীয় আসামী বাশির ও নাজির গ্রেফতার। 

     swadhinshomoy 
    26th Aug 2025 6:45 am  |  অনলাইন সংস্করণ Print
    মোঃসোহেল রানা,স্টাফ রিপোর্টার বগুড়াঃ

    শাজাহানপুর থানার মামলা নং-৪১ মামলার বাদী মোঃ জাহিদ হাসানের ভাতিজা ভিকটিম আল আমিন (৩০) পিতা আফসার আলী সাং ভাদাইকান্দি গত ২৮  জুলাই  সকাল সাড়ে ১০ টায় শহর নিউমার্কেটে ব্যবসার উদ্দেশ্যে নিজ বাড়ী থেকে রওনা হয়ে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন ভাদাইকান্দি গ্রামস্থ জনৈক মোঃ জহুরুল ইসলামের বাঁশঝাড়ের পাশে কাঁচা রাস্তার উপর পোঁছামাত্র।

    পূর্ব শত্রুতার জের ধরে আসামি ১। মোঃ নুরুল ইসলাম (৫৫) পিতা মৃত আহম্মেদ আলী ২। মোঃ আতিকুল ইসলাম (৩০) ৩। আল মাহমুদ (৩২) উভয় পিতা নুরুল ইসলাম ৪। মোঃ বাশির আহম্মেদ (২৬)৫। নাজির হোসেন (২৮) উভয় পিতা- মৃত আঃ লতিফ ৬। মোঃ আবু খায়ের (৩৮) পিতা আঃ বারী ৭। মোঃ আলী আজগর (২৯) পিতা আঃ আজিজ ৮। ফজলুর রহমান (৪৮) পিতা মৃত আবু বক্কর ৯। মোঃ আবু হোসেন (২৮) পিতা আঃ বারী ১০। মোঃ আলম হোসেন (৪৫) পিতা আবু বক্কর ১১। মোঃ ফিরোজ (২২) পিতা আঃ হাই ১২। পারভেজ (২৬) পিতা জহুরুল ১৩। মোঃ রাজু (৩৮) পিতা মৃত আঃ রশিদ সর্ব সাং ভাদাইকান্দি সর্ব শাজাহানপুর বগুড়া
    গণমিলে ভিকটিম আল আমিন কে বাঁশের লাঠি লোহার রড এসএস পাইপ দিয়ে এলোপাথারি ভাবে মারপিট করে রক্তাক্ত গুরুতর জখম করে  উপস্থিত লোকজন ভিকটিমকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় চিকিৎসার জন্য ভর্তি করেন।
    ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের চাচা মোঃ জাহিদ হাসান বাদী হয়ে শাহজাহানপুর থানায় এজাহার দায়ের করেন ভিকটিম আল আমীন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
    মামলার রুজু হওয়ার পর থেকে পলাতক থাকা আসামী এজাহারনামীয় আসামী ১। মোঃ বাশির আহম্মেদ (২৬) ২। মোঃ নাজির হোসেন (২৮) উভয়ের পিতা মৃত আঃ লতিফ সাং ভাদাইকান্দি  শাজাহানপুর জেলা- বগুড়াদ্বয়কে র‌্যাব-৪  মিরপুর পাইকপাড়া ঢাকা এর সহায়তায় শাজাহানপুর থানা পুলিশ আসামীদ্বয়কে ঢাকা মিরপুর থানাধীন মিরপুর মোল্লাপাড়া এলাকা থেকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
    ধৃত আসামী মোঃ বাশির আহম্মেদ (২৬) এর বিরুদ্ধে পূর্বেও নিম্ন বর্নিত মামলা আছে। শাজাহানপুর থানার এফআইআর নং-২০ তারিখ- ১৩ জুন জি আর নং-২৩৪ তারিখ-১৩ জুন ২০২৫। এজাহারে অভিযুক্ত – চার্জশীট :-২০০ তারিখঃ ২৩ জুলাই মামলায় অভিযুক্ত করা হয়েছে। শাজাহানপুর থানার এফআইআর নং-২০ তারিখ-২৬ আগস্ট জি আর নং-২৭২ তারিখ- ২৬ আগস্ট ২০২৪। এজাহারে অভিযুক্ত  চার্জশীট ৩০৭ তারিখঃ ৬ নভেম্বর ২০২৪ এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
    ধৃত আসামী মোঃ নাজির হোসেন (২৮) এর বিরুদ্ধে পূর্বেও নিম্ন বর্নিত মামলা রহিয়াছে শাজাহানপুর থানার এফআইআর নং-২০ তারিখ- ১৩ জুন জি আর নং-২৩৪ তারিখ-১৩ জুন ২০২৫ এজাহারে অভিযুক্ত চার্জশীট ২০০ তারিখঃ ২৩ জুলাই ২০২৫ এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
    শাজাহানপুর থানার এফআইআর নং-২০ তারিখ-২৬ আগস্ট ২০২৪ জি আর নং-২৭২ তারিখ-২৬ আগস্ট ২০২৪। এজাহারে অভিযুক্ত – চার্জশীট :-৩০৭ তারিখঃ ৬ নভেম্বর ২০২৪ এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31