swadhinshomoy
28th Aug 2025 3:43 am | অনলাইন সংস্করণ Print
মোঃ ইদ্রিস আলী,ক্রাইম রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি মানবিক সহমর্মিতা প্রদর্শনের এক দৃষ্টান্ত স্থাপন করল দোলা মহিলা উন্নয়ন সংস্থা। উপজেলার স্থানীয় ঢাকালে পাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়,প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি, যা আয়োজনের লক্ষ্য ছিল তাদের জীবনকে সহজতর করা এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করা।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব এবং মানবিক কর্তব্য। তাদের জন্য সুযোগ সৃষ্টি করা মানে সমাজের সকল স্তরে সমতা ও সংহতি বজায় রাখা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তানভীর বেগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আক্তারিনা চৌধুরী, এবি অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমীরা চৌধূরী, এবং দোলা মহিলা উন্নয়ন সংস্থার ডোনার মেম্বর আব্দুল মোমেন ও নায়দা আক্তার হলি।
অনুষ্ঠান পরিচালনা করেন মিডিয়া কনসালটেন্ট ও সংস্থার সভাপতি জোবাইদা খাতুন, যিনি বলেন, প্রতিবন্ধীদের চলাফেরা ও সামাজিক অংশগ্রহণ সহজ করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। এটি শুধু একটি সাহায্য নয়, বরং তাদের জীবনে স্বাধীনতা ও আত্মসম্মান বাড়ানোর একটি প্রয়াস।সংস্থার পক্ষ থেকে জানানো হয়, হুইল চেয়ার বিতরণ কর্মসূচিটি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর মানসিকতার প্রকাশ। বক্তারা আরও বলেন, সমাজের এই অংশকে অবহেলা করা যায় না। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা আজকের এই উদ্যোগ নিয়েছি। উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তিরা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। একেকটি হুইলচেয়ার বিতরণের সময় উপস্থিতরা আবেগপ্রবণ হয়ে পড়েন, কারণ এটি শুধুই সাহায্য নয়, বরং প্রত্যাশিত স্বনির্ভরতা ও সামাজিক অন্তর্ভুক্তির এক প্রতীক। এ দিনের বিশেষ মুহূর্ত ছিল, যখন কিছু প্রতিবন্ধী শিশু প্রথমবারের মতো হুইলচেয়ারে বসে নিজস্ব গতিশীলতায় চলার আনন্দ অনুভব করল। এই দৃশ্য অনুষ্ঠানে উপস্থিত সকলের চোখে জল নিয়ে এলো, এবং তারা বুঝতে পারলেন, সামাজিক সংহতি ও মানবিক সহমর্মিতাই প্রকৃত শক্তি। দোলা মহিলা উন্নয়ন সংস্থার এই উদ্যোগ শুধু একটি কার্যক্রম নয়, বরং সমাজের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে—যেখানে মানুষের পাশে দাঁড়ানো, সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধই প্রথমিক লক্ষ্য।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

