• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ম্যাচ জয়ের খুশির মাঝেই সাকিব-মোস্তাফিজের জন্য সুসংবাদ 

     swadhinshomoy 
    04th Aug 2021 7:44 am  |  অনলাইন সংস্করণ Print

    অবশেষে পিছিয়েই গেল ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর। চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল জো রুট-মরগানদের।

    কিন্তু সেই সফর পিছিয়ে গেল ১৮ মাস বা দেড় বছর! অর্থাৎ ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।

    আর সেই খবরে কপাল খুলল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের।

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে যোগদানের ছাড়পত্র পেতে যাচ্ছেন বাংলাদেশ দলের এ দুই তারকা।

    এ দুজনেই স্থগিত হয়ে যাওয়া এবারের আইপিএলে অংশ নিয়েছেন। সাকিব খেলেছেন তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আর মোস্তাফিজুর ফিরেছেন রাজস্থান রয়্যালসে।

    করোনার কারণে ভারতে স্থগিত হয়ে যাওয়া আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে। ওই সময় বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড দলের।

    তাই দেশের খেলা রেখে আইপিএলে অংশ নেওয়ার অনাপত্তিপত্র না পাওয়ার কথা ছিল এ দুই তারকার। সে সময় বিসিবির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, আগে দেশের খেলা পরে ফ্রাঞ্চাইজি। বিসিবির এমন বক্তব্যে সাকিব-মোস্তাফিজ আর আইপিএলের দ্বিতীয়পর্বে যোগ দিতে পারছেন না বলে আশঙ্কা করা হয়েছিল এতদিন।

    তবে মঙ্গলবারই জানা যায় আইপিএলের সময় হওয়ার কথা ইংল্যান্ড সিরিজটি পিছিয়ে গেছে। তাই এখন আর সাকিব-মোস্তাফিজকে অনাপত্তিপত্র দিতে সমস্যা নেই বিসিবির।

    এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানালেন, আইপিএলের বাকি অংশ খেলার অনুমতি দেওয়া হবে সাকিব-মুস্তাফিজকে। তাদের আইপিএলের বাকি অংশে খেলাটাকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে বিসিবি। কারণ সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের পরই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারা যদি আবেদন করে আর যদি আমাদের কোনো আন্তর্জাতিক ব্যস্ততা না থাকে। তাহলে তারা আইপিএলের বাকি অংশে গেলে আমাদের কোনো আপত্তি নেই।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2021
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031