মোঃ রেজাউল হক রহমত,নবীনগর ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতে নিয়ম বহিভূতভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার ১৮ আগস্ট ১১টাই সকালে নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে আরম্ভ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিব চৌধুরীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মেঘনা নদী থেকে অবৈধভাবে ও নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন, ফসলি জমি ধ্বংস,ভিটা মাটি হারিয়ে মেঘনা পাড়ের মানুষ পাগল পারা কিছুক্ষণ পর পর মেঘনার ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বড় বড় ঘরবাড়ি, মসজিদ, বাজার , পরিবেশ বিপর্যয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান।
চেয়ারম্যান মোঃ নুরুজ্বজামান বলেন “নিয়ম না মেনে বালু উত্তোলনের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন”স্মা
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

