ফাহিমুল ইসলাম মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালীতে পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের উদ্যোগে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট (রবিবার) সকাল ৯টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনমেলায় পরিণত হয়। এতে বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন এবং ইসলামি স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
আয়োজক সংগঠনের নেতারা জানান, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম মাস রবিউল আউয়াল আমাদের জন্য এক মহাসম্মান ও আনন্দের মাস। এই উপলক্ষে মুসলিম উম্মাহর মধ্যে শান্তি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম, হাফেজ, মাদ্রাসা ছাত্রসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে বিশ্ব উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

