মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা ছাগল চুরির করতে গিয়ে ধরা খেলো ৬ যুবক। মুরাদনগরে ছাগল চুরি করতে গিয়ে ধরাপড়ে ৬ যুবককে গণপিটুনি দেয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা।
এ ঘটনায় মামলা দায়ের শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ৬ যুবককে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বিকেল ৪টায় বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ পারভেজ (২২), একই গ্রামের মোঃ রহিম মিয়ার ছেলে মোঃ সাইদুল (২৩), মোঃ শিশু মিয়ার ছেলে মোঃ তামিম (২৩), মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ ইসমাইল (২৫), মোঃ শহিদ মিয়ার ছেলে মোঃ ওমর ফারুক (২৫) এবং গুঞ্জর গ্রামের মোঃ ফুল মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দিঘীরপাড় গ্রামের মোঃ জয়নাল হোসেনের মেয়ে ৯ বছর বয়সী জাকিয়া সুলতানা দুইটি ছাগল নিয়ে দিঘীরপাড় নুরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার রাস্তার পাশে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশা যোগে আন্ত:জেলা চোর চক্রের ৬ সদস্য জাকিয়া সুলতানাকে কৌশলে পানি আনতে মাদ্রাসার ভেতরে পাঠায়। ঠিক তখন এক পর্যায়ে তারা ছাগলটি নিয়ে পালিয়ে যায়। তখন পানি নিয়ে এসে জাকিয়া সুলতানা দেখে তার একটি ছাগল নেই যারা তাকে পানির জন্য পাঠিয়েছে তারাও নেই।
এ সময় জাকিয়া চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কলাবাগান মোরে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি সিএনজিসহ চোর চক্রের ৬ সদস্যকে আটক করে গণপিটুনি নিয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়। পরে জয়নাল হোসেন বাদী রবিবার রাতে থানায় মামলা দায়ের করেন।
বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান জানান, স্থানীয়দের হাতে আটক ৬ যুবককে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

