জাকিয়া সুলতানা,ধর্মপাশা প্রতিনিধি,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামে বসবাস করছেন বৃদ্ধা সুমলা বেগম (৮০) ও তার মেয়ে লালবানু (৫৫)। দীর্ঘদিন যাবৎ তারা জটিল রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছেন। দারিদ্র্যারতার কারণে চিকিৎসার অভাবে দিন দিন তাদের কষ্ট সীমাহীন হয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সুমলা বেগমের গলায় বড় টিউমার ও মেয়ে লালবানু ষ্টোক করে অর্ধ প্যারালাইসিস হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামী ফয়সাল আহমেদও বয়সের ভারে নুয়ে পড়ে অসহায় অবস্থায় দিন কাটাছেন।নিজেদের কোনো জমি বা স্থায়ী বসত ভিটা না থাকায় তারা বর্তমানে অন্যের একটি ভাঙ্গা ঘরে আশ্রয় নিয়েছেন।
প্রতিবেশি ও গ্রামবাসীর সহায়তায় অর্ধাহারে – অনাহারে কোনক্রমে বেঁচে আছে। অন্যদিকে চিকিৎসার অভাবে দিন দিন তারা মুত্যুর প্রহর গুনছে।
অসুস্থ মা- মেয়ে জানান, আমাদের দেখা – শুনার কেউ নেই। যদি দেশ – বিদেশের কোনো হৃদয়বান ব্যক্তির সাহায্যের হাত বাড়িয়ে দেন কিংবা সরকারি ভাবে সাহায্য করেন এবং স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিকিৎসার ব্যবস্থা গ্রহন করেন তাহলে হয়তোবা আমরা আল্লাহ তায়ালা অশেষ রহমতে সুস্থ হয়ে উঠব।
এলাকাবাসী আশা করেন,সরকার ও সমাজের দয়ালু ও বিত্তবান ব্যক্তিদের সহযোগিতায় দ্রুত তাদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহন করা হবে।

