swadhinshomoy
22nd Sep 2025 6:40 pm | অনলাইন সংস্করণ Print
স্টাফ রিপোর্টার,মোঃ ইসমাইল হোসেনঃ
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের কাজির নগর এলাকায় সরদার বাড়ীর সামনে আজ সোমবার সকাল প্রায় ১০টার দিকে একটি প্রশিক্ষণ প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত চালককে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম রাজিব হোসেন (২০)। তিনি বেগমগঞ্জ উপজেলার ৩নং জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাইভেটকারটি উদ্ধার করেছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

