রাজৈর- প্রতিনিধিঃ
মাদারিপুর এর রাজৈর উপজেলায় অনুষ্ঠিত হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার পরিচিতি সভা।
আজ (শনিবার) সকাল ১০ ঘটিকায় স্থানীয় রাজৈর পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা মাওলানা ফকরুল ইসলাম মাহমুদ সভাপতি হেফাজতে ইসলাম রাজৈর উপজেলা এর সভাপতিত্বে এবং মুহাম্মদউল্লাহ ফাহমি সাধারণ সম্পাদক এর সঞ্চালনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ,রাজৈর উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সমাজের বিশিষ্টজন, সংবাদকর্মী এবং সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন ।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলী আহমাদ চৌধুরী সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নেয়ামতুল্লা আল-ফরিদি প্রধান উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা, মাওলানা আকরাম হুসাইন সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা, মাওলানা জিয়াউল হক কাশেমী যুগ্ম সাধারণ সম্পাদক মাদারীপুর জেলা, মাওলানা জাহিদুল আলম খান জিহাদী যুগ্ম সাধারণ সম্পাদক মাদারীপুর জেলা, মুফতি জামাল
উদ্দিন খান সাংগঠনিক সম্পাদক মাদারীপুর জেলা, মাওলানা গোলাম হোসাইন সভাপতি হেফাজতে ইসলাম কালকিনি উপজেলা। মাওলানা এনায়েতুল্লাহ বিন মোস্তফা উপদেষ্টা হেফাজতে ইসলাম রাজৈর উপজেলা, মাওলানা দেলোয়ার হোসাইন মোল্লা উপদেষ্টা হেফাজতে ইসলাম রাজৈর উপজেলা, মাওলানা মোস্তফিজুর রহমান,অধ্যক্ষ টেকেরহাট কামিল মাদ্রাসা, মাওলানা আব্দুর রব উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজৈর উপজেলা।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন জনাব আলী আহমদ চৌধুরী,নেয়ামতুল্লা আল- ফরিদি, জিয়াউল হক কাশেমী
মুফতি জামাল উদ্দিন খান, মুফতি উসামা খান মাদানি, মাওলানা গোলাম হোসাইন, আলী আহমদ আকন, আবু সালে সালেনুর, আব্দুর রউফ, মাওলানা নুরুজ্জামান, এ্যাড মফিজুর রহমান, হযরত মাওলানা মোস্তফিজুর রহমান, মুফতি মাসুদ সুলাইমান প্রমখ।
বক্তৃতারা বলেন হেফাজতের কর্মী হলো সকল মুসলমান আর যারা আহমদ শফী (রঃ) সাথে বেঈমানী করবে তাদের রুখে দিতে হবে। অন-ইসলাম দুর করতে হয় তাহলে রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রয়ভাবে প্রতিষ্ঠা না কর পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।
মানুষের মনগড়া মতবাদ চালু হয় এই অবস্থায় মানুষের মুক্তির জন্য ইসলাম কে বিজয়ী করার জন্য ১০০ বছর চরম গোলামী করেছি, ইসলাম যে একটি বিজয়ী আর্দশ তা আমরা মনে রাখি নাই আমরা রাষ্ট্রেীয় ভাবে ইসলামকে হারালাম, পাকিস্তান কে রুখে দিলাম। ইসলামের পরিবর্তে যা আছে সেটা তন্ত্রমন্ত্র নয় কি? জুলাই ঘোসনা পত্রে হেফাজতে ইসলামের নাম নেই হেফাজত কোন সংর্কীন দল নয় হেফাজতের সেই ঘটানা জুলাই ঘোসনা পত্রে নেই কিন্তু বাতিল মুরদাত এখন দেশ পরিচালনা করে যারা ১৩ দফা সমর্থন করবে না হেফাজত ইসলামের তাদের সমর্থন করবে না। শাফলা চত্বরের রক্তের উপর দাড়িয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত আল্লাহ পাকের কাছে যে দোয়া করেছিলাম তা ২৪ এসে বাস্তবায়িত হয়েছে। ওলামায়ে কেরামদের অবদান রয়েছে। এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য সব করবে। আমরা বৃটিশ হতে স্বাধীন না হলে এদেশ পেতাম না। এদেশ লুটপাট করে খেয়েছেন আর তা হতে দেয়া হবে না। আপনাদের ইসলামের সুশীতল ছায়ায় আসার আহবান জানাই।
শাপলা চত্বর ও বায়তুল মোকারম সেই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ইসলাম দিন নিয়ে খেলতে চায় আল্লাহ তার ফয়সালা দেন।

