মোঃ রুবেল আহমদ , কোম্পানীগঞ্জ সিলেট প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নেশার টাকার জন্য মাকে নির্যাতন করায় ছেলেকে পুলিশে দিয়েছেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলেকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া এ আদেশ দেন বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।
দণ্ড পাওয়া তোফাজ্জল ইসলাম (২২) উপজেলার রাজনগর গ্রামের প্রবাসী হাবিব মিয়ার ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, তোফাজ্জল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। টাকা না পেলে প্রায় মাকে শারীরিকভাবে নির্যাতন করতেন তোফাজ্জল। বিদেশ থেকে ফিরে হাবিব ছেলেকে সংশোধনের চেষ্টা করলেও ব্যর্থ হন। ছেলের এই অত্যাচার দিন দিন বাড়তে থাকে।
তোফাজ্জলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাবিব সর্বশেষ বিষয়টি পুলিশকে জানান। পরে হাবিব থানা পুলিশের শরণাপন্ন হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।
ওসি রতন শেখ বলেন, তোফাজ্জল নেশার টাকার জন্য তার মাকে নির্যাতন করত। ছেলের বিরুদ্ধে বাবার দেওয়া অভিযোগের ভিত্তিতে তোফাজ্জলকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পরে তোফাজ্জলকে কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

