swadhinshomoy
27th Sep 2025 3:26 pm | অনলাইন সংস্করণ Print
স্টাফ রিপোর্টার: মোঃ ইসমাইল হোসেনঃ
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি শেষে নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী ও নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জননেতা মাওলানা সাইয়েদ আহমেদ বক্তব্য রাখেন।
তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্ভয়ে পালনের জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তিনি সকল ধর্মের মানুষের প্রতি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

