মোঃ আবছার হোসেন (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার অষ্টমী দিনে পার্বত্য নাগরিক পরিষদের উদ্যেগে পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় ও বাঘাইছড়ি উপজেলার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় বাঘাইছড়ি সবচেয়ে বড় সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করে ও পূজা কমিটির সাথে কুশল বিনিময় করেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় ও বাঘাইছড়ি সিনিয়র নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য
নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য মোঃ আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি উপজেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সোহেল, নুরুল ইসলাম মুরাদ, মো ওমর ফারুক, জমির হোসেন আরো সিনিয়র নেতৃবৃন্দ।
পুজা মন্ডপ পরিদর্শন শেষে পুজা উদযাপন কমিটির সাথে মতবিনিময়ের সময় বক্তব্য প্রদান করেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম বক্তৃতায় তিনি বলেন পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায়ের ধর্মিয় অনুষ্ঠানে পার্বত্য নাগরিক পরিষদের সহযোগিতা সব সময় অব্যহত থাকবে এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পুজা উদযাপন শেষ হবে এই আশা বৃত করেন।

