রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে প্রায় দুই সপ্তাহের মতো লম্বা ছুটি চলমান রয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ও আবাসিক হলগুলো বন্ধ থাকায় ক্যাম্পাসে থাকা কুকুর ও বিড়ালের মতো প্রাণীগুলো খাবারের সংকটে পড়ে যায়।
এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এসব অভুক্ত প্রাণীর পাশে দাঁড়ানোর। সংগঠনের সদস্যরা প্রতিদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো কুকুর ও বিড়ালদের খুঁজে খুঁজে খাবার দিচ্ছেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মামুন সরকার জানান, “ছুটিতে ক্যান্টিন বন্ধ থাকায় প্রাণীগুলো পর্যাপ্ত খাবার পায় না। তাই মানবিক দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব ওদের পাশে থাকতে।”
তিনি আরও বলেন, “ধারাবাহিকতা বজায় রেখে আমাদের এ কার্যক্রম ইনশাআল্লাহ চলমান থাকবে।”
শিক্ষার্থীরা মনে করছেন, ছাত্রদলের এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসে মানবিকতা ও প্রাণীর প্রতি সহানুভূতির একটি ইতিবাচক দৃষ্টান্ত।

