গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সুবেন চন্দ্র বর্মন (৭৫) মারা গেছেন।৬ অক্টোবর সোমবার বিকেল ৫ টা ২০মিনিটে তিনি উপজেলার শালগ্রাম গ্রামে তাঁর নিজ বাড়িতে পরলোক গমন করেন।তিনি দীর্ঘদিন ধরে কিডনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছলিনে।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র,নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।শিক্ষকতার পাশাপাশি তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।তিনি কয়েক বছর আগে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন।তাঁর মৃত্যুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক বানী ইসরাইলসহ সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবদেনা জ্ঞাপন করেছেন।

