swadhinshomoy
18th Aug 2025 12:23 pm | অনলাইন সংস্করণ Print
মোঃরেজাউল হক রহমত,নবিনগর ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সায়মা আক্তারকে (১৮) নিজ ঘরে ফাঁসিতে ঝুলতে দেখা গেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পিতা সাদেক মিয়া জানান, মাত্র ২০ দিন আগে একই উপজেলার গাজী মিয়ার ছেলে সৌদি প্রবাসী আতিকের সঙ্গে মুঠোফোনে তার মেয়ের বিয়ে হয়।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ফাঁসির কারণ এখনও জানা যায়নি।
এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

