swadhinshomoy
20th Aug 2025 10:46 am | অনলাইন সংস্করণ Print
জয়নাল আবেদীন, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা। হঠাৎ পুলিশ তাদের উপর লাঠিচার্জ চালায়। এ ঘটনায় অন্তত ২০-২৫ জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
শিক্ষক নেতৃবৃন্দের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে বিনা উসকানিতে পুলিশ হামলা চালায়। একই সঙ্গে কক্সবাজার সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জিনিয়াকেও গ্রেফতার দেখানো হয়েছে।
তবে পুলিশ দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এ ব্যবস্থা নিতে হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

