রবিউল আলম, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় আজ ২৭শে সেপ্টেম্বর-২০২৫
বিকাল ৪.০০ ঘটিকার সময় জাতীয়তাবাদী দল বিএনপির তথা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রায় ৪ সহস্রাদিক জন-সমুদ্রের এক বিশাল মিছিলের নেতৃত্বে দেন প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি বর্তমান আহ্বান কমিটির সদস্য ডঃ খন্দকার আকবর হোসেন (বাবলু) দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে – সভা মঞ্চে প্রধান অতিথির আসন অলংকারিত করেন।
বিশাল এ সমাবেশের মত বিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন – মানিকগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, এ্যাডভোকেট মুহাম্মদ নুরুল ইসলাম কুন্টু। এছাড়াও সমাবেশে উপস্থিত হন দৌলতপুর উপজেলা বিএনপি দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি সহ হাজার হাজার নেতৃবৃন্দ ও কর্মীরা সংযুক্ত হয়। এর মধ্যে দৌলতপুর উপজেলা যুব দল নেতা- মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।
সভা মঞ্চে উপস্থিত ছিলেন- মোঃ শফিউল আলম বিল্টু বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমিনুর রহমান যুগ্ন সাধরন সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি , মোঃ রোকনুজ্জামান রোকন-অধ্যক্ষ বিবিসি কলেজ, ইমন খান- বিএনপি নেতা, মুন্সী সানোয়ার হোসেন – সাবেক ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, লিটন মোহরী সহ-সভাপতি চকমিরপুর ইউনিয়ন বিএনপি, ইউনুস শিকদার অতিরিক্ত জিপি, মানিকগঞ্জ জজ কোর্ট। মো: আইয়ুব আলী -সাধারন সম্পাদক চকমিরপুর ইউনিয়ন বিএনপি, অন্যান্য নেতাকর্মীদের মধ্যে সেলিম,দৌলত হোসেন,আজিজ সরকার কলিয়া ইউনিয়ন,ইয়াহিয়া মোল্লা, কালাম বেপারী,জাকির হোসেন বাচামারা ইউনিয়ন,দৌলতপুরের প্রত্যেক ইউনিয়নের বিভিন্ন নেতা কর্মীসহ ঘিওর ও সিবালয় থানার বিভিন্ন নেতাকর্মী ড. খোন্দকার আকবর হোসেন- বাবলুর সফর সঙ্গী হয়ে সমাবেশে যোগদান করেন ।

