শেখ রাজু আহমেদ ব্যুরো চীফ খুলনাঃ
নড়াইল জেলার নড়াগাতি থানার অন্তর্ভুক্ত বাঐ সোনা গ্রামে নিউ মামা ভাগ্নে নামে একটা বেকারী প্রতিষ্ঠান তৈরি করে সরকারী কোন অনুমোদন ছাড়া নিজেদের মতন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে বিস্কুট রুটি কেক এমন একটি তথ্যের ভিত্তিতে সরজমিনে নিরাপদ খাদ্য উপরে একটি প্রতিবেদন তৈরি করার জন্য দৈনিক স্বাধীন সময় পত্রিকার খুলনা ব্যুরো চীফ শেখ রাজু আহমেদ সহ আরো তিন জন সাংবাদিক হাজির হলে দেখা যায় যে সরকারি কোনো অনুমোদন ছাড়া তৈরি করছে খাবার প্রতিষ্ঠানের মালিক প্রোপাইটার মোহাম্মদ কদম আলীর কাছে অভিযোগের বিষয় জিজ্ঞাসা করলে তিনি বলেন গ্রামাঞ্চলে কোন কাগজপত্র লাগে না প্রতিষ্ঠানের কর্মচারী ইমাদুল হক বলে এর আগে আরো পরিবেশ খারাপ ছিল কিন্তু এখন একটু ভালো হয়েছে আমরা আজ ৪-৫ বছর ধরে এই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছিএই পর্যন্ত আমাদের কোন কাগজপত্র লাগে নাই আর আমরা কোন কাগজ করি নাই যেখানে সরকারি নীতিমালা অমান্য করে বছরের পর বছর তৈরি করছে খাবার এ যেন এক আজব দেশ এখানে দেখার কেউ নাই সরকারি ফুট কর্মকর্তাদের অবহেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে এরকম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা খাবার খেয়ে প্রতিনিয়ত মানুষের ফুড পয়জন হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে মানুষ স্থানীয় এলাকাবাসী প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্মকর্তা কর্মচারীদের জোড় দাবি জানিয়েছে এ ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার জন্য

