swadhinshomoy
16th Sep 2025 5:18 pm | অনলাইন সংস্করণ Print
মো. বদরুল আলম বিপুল।সখীপুর টাঙ্গাইলঃ
সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি হোটেল ও পাঁচটি ক্লিনিককে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ইভা ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার, বাংলাদেশ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, নিউ শুভেচ্ছা ক্লিনিককে ৪ হাজার, আল আমিন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, ভূইয়া মেডিসিন কর্ণারকে ৪ হাজার এবং সকাল সন্ধ্যা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, পচা ও বাসি খাবার পরিবেশনসহ নানা অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

