নাজমুল কবীর রাজৈর প্রতিনিধি:
মাদারীপুর জেলার রাজৈর উপজেলা প্রশাসন উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রতিবন্ধী সহায়ক কেন্দ্রের আয়োজনে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র রাজৈর শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরন করা হয়।
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নয়ন মনি বিশ্বাসের সভাপতিত্বে গতকাল বুধবার (১৭সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় কুঠিবাড়ি উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র হতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বাদশাহ ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা শ্বাশতি ছন্দা দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফয়জুল হক প্রমুখ।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৮ জন শারীরিক প্রতিবন্ধীকে ১ টি করে হুইল চেয়ার ও একজনকে ১ টি ট্রাইসাইকেল প্রদান করা হয়।
রাজৈর উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হিসেবে এ প্রর্যন্ত রাজৈরে ১৮৬ টি হুইল চেয়ার, ২৯ জোরাক্র্যাচ ২০ টি ট্রাইসাইকেল, ২০ সাদাছড়ি, ১৫ টি হেয়ারিং এইভ, ৯ টি চেয়ার বিতরন করা হয়েছে।

