swadhinshomoy
17th Sep 2025 5:38 pm | অনলাইন সংস্করণ Print
এ,টি,এম,হুমায়ুন কাদির,নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নিজ জমিতে কাজ করার সময় ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নের চর লক্ষ্মীদিয়া গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র জামাল উদ্দিনের (৩৫) বজ্রপাতে মৃত্যু বরণ করেন।
প্রতিদিনের মতো আজকেও নিজ ফসলের জমিতে কাজ করার সময় দুপুরে হালকা বৃষ্টি শুরু হয়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠে এবং বজ্রপাত হলে জমিতে ঢলে পড়ে জামাল উদ্দিন । স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পারিবারিক সুত্রে জানা গেছে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

