মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধ : রাজবাড়ী:
জেলার বালিয়াকান্দিতে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন, বালিয়াকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, বালিয়াকান্দি থানার অফিসার্স ইনচার্জ জামাল উদ্দিন , উপজেলা বিএনপির সহ -সভাপতি জাফর আলী মিয়া, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান উপজেলট পুজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক হরষিত ঘোষ এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

