swadhinshomoy
22nd Sep 2025 12:36 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামে খুবই গোপন সূত্রের খবর অদ্য ২০/০৯/২০২৫ ইং তারিখ কোতোয়ালী থানার এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এএসআই মোঃ সোহেল আহমেদ ও এএসআই রিগান চাকমা সঙ্গীয় ফোর্সসহ ডবলমুরিং থানাধীন আসকারাবাদ এলাকায় এক অভিযান পরিচালনা করে অর্থজারী মামলা নং- ৫৩১/২০২০ সংক্রান্তে ০৬(ছয়) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী তপন ভৌমিক, পিতা- যতীন্দ্র ভৌমিক, সাং- কেসিদে রোড, পুরাতন গীর্জা, কোতোয়ালী, চট্টগ্রাম’থেকে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

