মোঃ সিরাজুল ইসলাম রনি,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেচরী ইউনিয়নের বাসিন্দা মোঃ মিজানুর রহমান জীবিকার তাগিদে প্রতিদিন অটোচালিয়ে সংসার চালাতেন। সাতজনের পরিবারের একমাত্র ভরসা তিনি। বৃদ্ধ বাবা-মা, প্রতিবন্ধী সন্তান, স্ত্রীসহ পুরো পরিবার তাঁর উপার্জনের ওপর নির্ভরশীল।
কিন্তু হঠাৎ এক রাতের দুর্ভাগ্যে সবকিছু যেন অচল হয়ে গেল। গত পরশু রাতে গ্যারেজে রাখা তাঁর একমাত্র সম্বল অটোরিকশার চারটি ব্যাটারি দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। এনজিও থেকে ঋণ নিয়ে কেনা সেই অটোর ব্যাটারি হারিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে তাঁর একমাত্র আয়-রোজগারের পথ।
দুই দিন ধরে সংসারে বাজার করতে পারেননি। না খেয়ে দিন কাটছে ছোট্ট সন্তান, বৃদ্ধ বাবা-মা আর প্রতিবন্ধী শিশুকে নিয়ে। এর ওপর যোগ হয়েছে তিন মাসের বিদ্যুতের বকেয়া—বিদ্যুৎ কর্তৃপক্ষ লাইন কেটে দেওয়ায় অন্ধকারে দিন কাটাচ্ছে গোটা পরিবার।
মিজানুর রহমানের আর্তনাদ—
“কিভাবে সংসার চালাবো? কিভাবে এনজিওর কিস্তি দেবো? কিভাবে বাবা-মায়ের ওষুধ কিনবো? সন্তানদের মুখে খাবার তুলে দেবো কিভাবে?”
এমন পরিস্থিতিতে অসহায় এই পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। সমাজের বিত্তবান ব্যক্তি, মানবতাবোধসম্পন্ন মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের একটাই আবেদন—
যাতে চুরি যাওয়া ব্যাটারিগুলো উদ্ধার হয় এবং পরিবারটি নতুন করে জীবিকা চালানোর সুযোগ পায়।
এসো, আমরা সবাই মিলে অসহায় মিজানুর রহমানের পাশে দাঁড়াই। সামান্য সহযোগিতাও হয়তো তাঁর সংসারে আবার আলো জ্বালাতে পারে।

