মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে বন্দর শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন যার রেজিঃ নং-২১০৩, ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ী হলেন সভাপতি পদে মোঃ ওবায়দুর রহমান চেয়ার মার্কা প্রতিক নিয়ে মোট ৬৩ ভোট পেযে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী শ্রীঃ মনোজ কুমার বসাক টেবিল মার্কা প্রতিক নিয়ে ০৪ মোট ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে ছাতা মার্কা প্রতিক নিয়ে মোঃ মাহাবুব রহমান বাবু ৫৯ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার নিতটতম প্রার্থী মোঃ সাজ্জাত মল্লিক ০৮ ভোট পেয়েছেন। এছাড়া বাঁকী সহ-সভাপতি পদে রাব্বিল মল্লিক, সহ- সাধারন সম্পাদকআব্দুল আউয়াল,সাংগঠনিক সম্পাদক পতে হুমায়ন কবির জনি, কোষাধক্য পদে মন্জুরুল ইসলাম, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু হাসনাত অন্তর, দপ্তর সম্পাদক পদেে জহুরুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য অর্নব মল্লিক বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন। মোট ভোটার ৮০ জন। কাষ্ট ৬৯ জন। ৪ টি বাতিল ভোট।
নির্বাচন ফলাফল ঘোষনা করেন বন্দর শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন যার রেজিনং-২১০৩ এর প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাফিজুর রহমান।
এসময়ে উপস্হিত ছিলেন আন্চলিক শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ন কবির, দিনাজপুর।
শ্রমিক নেতা- ওমর মল্লিক, মশফিকুর রহমান, সোহেল রানা, গোলাম মোর্শেদ, সহ অনেকেই।
সার্বিক নিরাপত্তায় জোরদার ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হকের দিগ নির্দেশনায় এ এস আই হারুন সহ তাহার সর্ঙ্গীয় ফোর্স।
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা প্রর্যন্ত এ ভোট গ্রহন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে হিলি যৌথ কুলি শ্রশিক সমন্নয় ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়েছে।

