swadhinshomoy
30th Sep 2025 7:34 pm | অনলাইন সংস্করণ Print
৩০শে সেপ্টেম্বর ২০২৫, রোজ: মঙ্গলবার,সময়: বাদ জোহর, ❝ইসলামী আন্দোলন বাংলাদেশ❞ এর মনোনীত ঢাকা ৭ আসনের সংসদ সদস্য প্রার্থী আমি আলহাজ্ব আব্দুর রহমান লালবাগের ২৪,২৫ নং ওয়ার্ডে গণসংযোগে তার নির্বাচনী এলাকা ঢাকা ৭ আসনে গণসংযোগ করেন।
উক্ত গণসংযোগে প্রধান অতিথি হিসেবে ছিলেন
মাওলানা আব্দুল কাইয়ুম,সহকারি মহাসচিব। ইসলামী আন্দোলন বাংলাদেশ।
উক্ত গণসংযোগ জে. এন. সাহা রোড আমলিগোলা পানির পাম্প আমার বাড়ির সামনে থেকে গণসংযোগের মিছিল শুরু হয়ে আমরা কিল্লার মোড় পথসভা করেন
এরপর মডেল স্কুল হয়ে ্আর. অ্যান্ড. রোড শহীদ নগর ১ নম্বর গলি দিয়ে হাফেজ্জী হুজুর রহমতুল্লাহ রোডের শেষ মাথায় গিয়ে গণসংযোগ শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শেষ করেন ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

