swadhinshomoy
30th Sep 2025 7:31 pm | অনলাইন সংস্করণ Print
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ, প্রতিনিধি:
অদ্য (মঙ্গলবার) সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত কুমারী পূজা পরিদর্শন করেন পুলিশ সুপার হবিগঞ্জ । এবার কুমারী হিসেবে পূজিত হয়েছেন শহরের চিড়াকান্দি এলাকার বাসিন্দা উজ্জ্বল চক্রবর্তী ও রিক্তা ভট্টাচার্য দম্পতির কন্যা উৎসা চক্রবর্তী। ৬ বছর ৮ মাস ১৯ দিন বয়সী কুমারীর শাস্ত্রীয় নাম দেওয়া হয় মালিনী কুমারী।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন পূজাকে ঘিরে কোনো নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই। তবে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো তথ্যের যাচাই-বাছাই ছাড়া প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ জানান। তিনি বলেন, এ ব্যাপারে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা বিশেষ শাখা (এসবি), সাইবার মনিটরিং টিমসহ জেলা পুলিশ সর্বদা কাজ করছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

