জাকিয়া সুলতানা,ধর্মপাশা প্রতিনিধি,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরের রূপনগর সীমান্ত এলাকায় চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে রূপনগর সীমান্ত এলাকায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় ঘটে। সংঘর্ষের পর খিদিরপুর এলাকার শামসুল হকের ছেলে ওমর ফারুক (৩২) নিখোঁজ হন। পরদিন সকালে টাঙ্গুয়ার হাওরের একটি জলাশয়ে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
এ ঘটনায় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, রূপনগর সীমান্ত দীর্ঘদিন ধরে চোরাচালানের জন্য কুখ্যাত। বিশেষ করে গবাদিপশু ও মাদক পাচারকে কেন্দ্র করেই প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।
উল্লেখ্য, গত দুই মাসে একই সীমান্তে সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ দুজন প্রাণ হারিয়েছেন। এতে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মাঝে শঙ্কা দেখা দিয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান দমনে অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

