• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিভিন্ন স্থান হতে ১৩ ডাকাত গ্রেফতার করে রাজৈর থানা পুলিশ 

     swadhinshomoy 
    01st Oct 2025 6:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ

    গত ২৩/০৯/২০২৫ খ্রিঃ রাত্র অনুমান ২.৩০ ঘটিকার সময় রাজৈর থানাধীন আমগ্রাম সাকিনস্থ আমগ্রাম ব্রীজের গঙ্গাবর্দী নামক এলাকায় একটি ডাকাতদল তরমুজ ভর্তি পিকআপ গাড়িটির ড্রাইভার ও হেলপারকে মারধর করে তরমুজ ভর্তি পিকআপ গাড়িটি ডাকাতি করিয়া দ্রুত গতিতে চালিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এই ঘটনায় মাদারীপুর জেলার রাজৈর থানার একটি এফআইআর দায়ের করা হয় যার নাম্বার-৩৩,জি আর মামলা নং-৩০৯, তারিখ-২৩ সেপ্টেম্বর ২০২৫, দি পেনাল কোড ১৮৬০ ধারা-৩৯৪ মতে মামলা রুজু করা হয়।
    পরবর্তীতে পুলিশ সুপার মাদারীপুর জনাব মোহাম্মদ নাঈমুল হাসান এর সার্বিক নির্দেশনায়,ও জনাব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মাদারীপুর এর তত্ত্বাবধানে এবং জনাব মোঃ সালাহ উদ্দিন কাদের সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল, মাদারীপুর এর নেতৃত্বে রাজৈর থানার একটি চৌকশটিম ঢাকা, কিশোরগঞ্জ ময়মনসিংহ গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৩ জন ডাকাতদের আটক করতে সক্ষম হন। ডাকাতরা হলো ১। মোঃ শাহ আলম শেখ (৪০), পিতা- মৃত শেখ সোবাহান, মাতা জুলেখা বেগম, গ্রাম- খাটরা কাউলীবেড়া,উপজেলা- ভাংগা, জেলা-ফরিদপুর, ২। মোঃ কবির চোকদার (৪৫), পিতা- মৃত রাশেদ চোকদার, মাতা- শেফালী বেগম, গ্রাম- পরারন কাউলীবেড়া উপজেলা- ভাংগা, জেলা-ফরিদপুর, ৩। মোঃ জাকির খাঁ (৫০), পিতা- মৃত শাজাহান খাঁ, মাতা- মৃত রাবেয়া বেগম, গ্রাম- নিজগ্রাম কৃষ্ণপুর, উপজেলা-সদরপুর, জেলা-ফরিদপুর ৪। ইকরাম আলী মুন্সী (৩৫), পিতা- মোঃ রশীদ মুন্সী, মাতা: আনোয়ারা বেগম, গ্রাম- কাউলীবেড়া নয়ানগর মুন্সীবাড়ী, উপজেলা- ভাংগা, জেলা-ফরিদপুর, ৫। হৃদয় বয়াতী (২৩), পিতা- মৃত টুকান বয়াতী, মাতা: নূরজাহান বেগম গ্রাম- পাতরাইল, উপজেলা- ভাংগা, জেলা-ফরিদপুর, ৬। মোঃ সুমন হোসেন মাতুব্বর (২৬), পিতা- রেজাউল মাতুব্বর, মাতা: পাচী বেগম, গ্রাম- মীরাকান্দা উপজেলা- নগরকান্দা, জেলা ফরিদপুর,৭। মোঃ আল আমিন (৪৫), পিতা- আব্দুল আলী, মাতা: দেলোয়ারা বেগম,স্ত্রী -সুলতানা বেগম গ্রাম- পুরাতন পাঁচদোনা শাক্তা, থানা-কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, ৮। মোঃ হাবিব (২৫), পিতা- আবুল হাসেম, মাতা: নাজমা বেগম, স্ত্রীর আয়শা ভানু, গ্রাম- ঘাটার চর তারানগর থানা-কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, ৯। মোঃ ইকবাল হোসেন (৩৬), পিতা- মৃত হালান মাতুব্বর, সাং-ছোট নাওডুবি, থানা- নগরকান্দা, জেলা-ফরিদপুর, ১০। মোঃ সুজন মাতুব্বর, (২৭), পিতা- হাবিবুর মাতুব্বর, সাং- শংকরদী, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর, ১১। মোঃ সোহাগ ওরফে নোবেল (২৬), পিতা- ইয়াকুব আলী, সাং- গুশ্বা জাফরাবাদ, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, ১২। মোঃ ডালিম সরকার (৩০), পিতা-আহাদ আলী, সাং-আহম্মেদাবাদ, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ ১৩। মোঃ স্বপন (২৫), পিতা- মোঃ সাহাবুদ্দিন, সাং-সাইটুটা,জাফরাবাদ, থানা- করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ।
    গ্রেফতারকৃত ডাকাতদের নামে বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
    জানা যায় গত ২৩ তারিখে খুলনা মেট্টো ন -১১১৬৫৬ নং গাড়ি টি তরমুজ সহ ডাকাতরা ডাকাতি করে নিয়ে যায় ,ডাকাতি হওয়া গাড়ীটি গাজীপুর জেলার জয়দেবপুরের হোতাপাড়া গ্যারেজ হতে ডাকাত মোঃ সোহাগ ওরফে নোবেল (২৬) এর হেফাজত হইতে ডাকাতি করা পিকআপ গাড়ীটি উদ্ধার করা হয়।
    ডাকাতরা গাড়ীর চালকদের থেকে মোবাইল ফোন নিয়ে যায় পরে ডাকাতরা মোবাইল চালু করে মোবাইলের সুত্রধরে পুলিশ আসামি দের খুজে বের করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031