মোঃ সাজোয়ার ভূইয়া বাবু রিপোর্টার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ইছাপুরা বাজারে অবস্থিত শ্রীশ্রী গোপাল গিরিদারি মন্দির পূজা উদযাপন কমিটি’র আয়োজনে শারদীয় দুর্গোৎসব ২০২৫ ইংরেজি বর্ষে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র এক নং যুগ্ম আহ্বায়ক। তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করেন, পূজার নানা দিক পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত ভক্ত-শুভানুধ্যায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন—
“ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই পূজার মণ্ডপে আসা ভক্ত ও সাধারণ মানুষেরা যেন শান্তিপূর্ণভাবে, নিরাপদ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন। এজন্য পূজা মণ্ডপের পাশে বসার জন্য কিছু রুম তৈরি করে দেওয়া হবে এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন—
জনাব গোলাম ফারুক খোকন সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি
এডভোকেট হুমায়ুন কবির, সভাপতি রূপগঞ্জ থানা বিএনপি
মোহাম্মদ বাসির উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক রূপগঞ্জ থানা বিএনপি
মোঃ শামীম ভূঁইয়া, কোষাধ্যক্ষ রূপগঞ্জ থানা বিএনপি
মোঃ মোশারফ মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রূপগঞ্জ থানা বিএনপি
হাবিবুর রহমান বাবুল বেন্ডার, সভাপতি রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি
মোহাম্মদ জিন্নাত আলী, সাধারণ সম্পাদক রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি
মোঃ সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি
মোঃ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক রূপগঞ্জ ইউনিয়ন যুবদল
মোঃ মোশারফ মিয়া, সভাপতি ৫ নং ওয়ার্ড রূপগঞ্জ ইউনিয়ন যুবদল।
অনুষ্ঠানে অন্যান্য স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিপুল সংখ্যক পূজারী, ভক্ত ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, পূজা উৎসবে নিরাপত্তা জোরদার করতে বিএনপির নেতাকর্মীরা সর্বদা পূজা উদযাপন কমিটির পাশে থাকবে। তিনি সবাইকে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে উৎসবকে সফল করার আহ্বান জানান।
পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ভক্তরা আনন্দ, ভক্তি ও ঐক্যের পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন।

