স্টাফ রিপোর্টার মোঃ ইসমাইল হোসেন:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় শরদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেছেন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার ও পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম।
বুধবার (১ অক্টোবর) রাতে তারা সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল মান্নানের পক্ষ থেকে পূজা কমিটির হাতে অনুদানের অর্থ তুলে দেন।
অনুদানপ্রাপ্ত মন্দিরগুলো হলো— বিরকোট, কাদরা, চানপুর, সেনবাগ পৌরসভা, উত্তর রাজারামপুর, সেবার হাট, উত্তর মোহাম্মদপুর, সাহাজির হাট, ছমির মুন্সির হাট, বর্কসির হাট, সোমবারিয়া বাজার ও আইছার টেক।
এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

