সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ, প্রতিনিধি:
হবিগঞ্জ জেলায় পাঁচ দিনের আনন্দ-উৎসব শেষে আজ (বৃহস্পতিবার) ২ অক্টোবর বিকাল( ৪ঘটিকা) থেকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। হবিগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপ গুলোতে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ঢাকের বাদ্য, মন্ত্রপাঠ আর আরতির আলোয় মণ্ডপগুলো মুখর হয়ে উঠলেও ভক্তদের হৃদয়ে এখন বিদায়ের সুর।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্দেশনায় নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। নির্ধারিত ঘাটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিলেন ।
ধর্মীয় শাস্ত্রমতে, নবমী দেবী দুর্গার পূজা করেন। সেই আচার অনুযায়ী নবমী বিহিত পূজা, যজ্ঞ ও বিশেষ অঞ্জলি অনুষ্ঠিত হয়। নীল অপরাজিতা ফুল, ১০৮টি বেলপাতা, আমকাঠ ও ঘি দিয়ে যজ্ঞ সম্পন্ন করা হয়। বিশ্বাস করা হয়, এই পূজার মাধ্যমে মানবকুলে সমৃদ্ধি নেমে আসে।
জেলার বিভিন্ন মণ্ডপে ঘুরে দেখা গেছে নতুন পোশাকে শিশু, পরিবারের সঙ্গে ভক্তদের উপচে পড়া ভিড়। সকাল থেকে শুরু হওয়া উৎসব বিকেলের দিকে রূপ নেয় মিলনমেলায়। সবার চোখে-মুখে আনন্দ থাকলেও মনে বাজছে বিদায়ের বিষণ্ন সূর, আসছে বছর আবার হবে।
আজ সন্ধ্যার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা।

