• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রশাসনের ৮০% ই নিয়ন্ত্রণ করছে ভারতের “র” 

     swadhinshomoy 
    07th Oct 2025 6:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    প্রতিবেদক রিটন:

    হাসিনা ২২.৭ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেন। ভারতের এজেন্ট র এখন খুব শক্তিশালী। প্রশাসনের ৮০% ই নিয়ন্ত্রণ করছে ভারতের র।

    ০৬ অক্টোবর (সোমবার) রাত ১১.৩০ মিনিটে সিলেটের দক্ষিণ সুরমায় এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

    মালিক বলেন আওয়ামী লীগের মতো দল তার নেতৃকে ভারতে কাছে বিক্রি করে দিছে। আপনার বাড়ির উঠান দিয়ে ভারতকে করিডোর দিতে চেয়েছিল যেটা আপনি ব্যবহার করতে পারতেন না। আপনি আপনার বাড়ির উঠান আরেক বাড়ির কাছে ইজারা দিয়ে দিলে আপনার বাড়ির লোকজন এই উঠান পাড় হতে গেলে তা অবৈধ হবে। এইভাবে হাসিনা দেশ বিক্রি করেছে। রামপাল আমাদের দেশের সবচেয়ে গর্বের। পরিবেশবাদী যারা আছে গাছ-গাছালী, পশু-পঙ্খী, রয়েল বেঙ্গল টাইগার থেকে শুরু করে এইটাও ভারতের কাছে বিক্রি করেছে। চিটাগাং সমুদ্র বন্দরেও আগে ভারতের কোনো ট্রলার বা জাহাজকে প্রাধান্য দিতো তারপর বাংলাদেশ। ৩-৪ দিন ডেমারেজ দিতে হয়। গত ১৫ বছরে হাসিনার বাংলাদেশের এই ছিল অবস্থা। ব্যাংকে টাকা নাই। আপনি ব্যাংকে গেলে ম্যানেজার আপনার পায়ে পড়ে যায়। এই যে মেশিন দিয়ে টাকা ছাপানো হয় সেই টাকা দিয়ে আপনাদের বেতন দেয় আবার সার কিনে। আজ যদি আপনাদের ছেলেমেয়েদের বিদেশে পড়াশোনা করতে পাঠান এই টাকা দিয়ে আপনারা পাউন্ড বা রিয়াল কিনতে পারবেন না। এতোটাই দুর্বল আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। হাসিনা ২২.৭ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেন। ভারতের এজেন্ট র এখন খুব শক্তিশালী। প্রশাসনের ৮০% ই নিয়ন্ত্রণ করছে ভারতের র। বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ২ বছর জেলা খাটিয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে। কিন্তু একটারও সত্যতা প্রমাণ করতে পারেনি।

    তিনি আরও বলেন বিএনপি বাংলাদেশের ৯৯% মুসলমানের দল। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানে সংযুক্ত করেন।
    বিএনপির নেত্রী, মাদার অব ডেমোক্রেসি জননেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। লিডার অব দ্য নেশন তারেক রহমান গত ১৫ বছর বিএনপির তৃণমূলে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি নেতৃত্ব দেওয়ার কারণে গত জুলাইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির প্রায় ৫৫০ কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছেন। আপনার ভোট আপনি দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্যই তারা আন্দোলন করেন। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আমার তেতলি ইউনিয়নে এবং দক্ষিণ সুরমা উপজেলাতে তারা (বিএনপির নেতাকর্মীরা) মানুষের দরজায় দরজায় (লিফলেট) নিয়ে যাচ্ছে। এটা আপনারা পড়বেন। তাহলে বুঝতে পারবেন কীভাবে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র গঠন করবে? বিএনপি বলবে না ১০-২০ টাকার চা খাওয়াও। বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি জাতীয়তাবাদী। কোনো জাতীয়তাবাদী তার মা বিক্রি করে না। কোনো জাতীয়তাবাদী তার দেশ বিক্রি করে না।

    দক্ষিণ সুরমা উপজেলা এবং তেতলী ইউনিয়ন মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে। সবচেয়ে বড় লাঠি মিছিল দক্ষিণ সুরমা উপজেলা থেকেই হয়। এখানকার অনেক নেতৃবৃন্দ সিলেট শহরের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছে। আজ আমদের নেতৃত্ব শূন্য বলবো না, তবে আমরা একটি কঠিন অবস্থার মধ্যে আছি।

    জাতিসংঘে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ প্রায় ১৫০০ বিএনপি নেতার বিচারবহির্ভূত হত্যার কথা জেনেভায় তুলে ধরেছি। ১৬ বছর ধরেই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি। একবার হাসিনাকে টানা ১১ দিন যুক্তরাজ্যে অবরোধ করে রাখি। বের হওয়ার কোনো সুযোগ ছিল না। চিৎকার করে বলেছিল বিএনপিকে বলো, তারেককে বলো আমি কোনো হোটেল পাচ্ছি না। আমরা প্রায় এক লক্ষ বাংলাদেশী ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় সাড়ে ৪ ঘন্টা ঘেরাও করে রেখেছিলাম। ম্যাডাম খালেদা জিয়াকে যেদিন তারা সেন্টেস দেওয়ার জন্য নিয়ে যায় সেদিন তাপমাত্রা ছিল মাইনাস ৪। আমরা বিনা অনুমতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাত ৪ টা পর্যন্ত অবস্থান করি।

    যক্তরাজ্য প্রবাসী লিলু মিয়ার ব্যবস্থাপনায় সেখানে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, তেতলি ইউনিয়ন বিনপির সভাপতি আজমল আলী, লালবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী মিয়া, তেতলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক এবং তেতলী ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রোমেল আহমদসহ আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031