এ,টি,এম, হুমায়ুন কাদির,নান্দাইল (ময়মনসিংহ ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের হাওলাপাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক নারীর মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এতে নিরপরাধ এক ব্যক্তিকে জেল হাজতে পাঠানোয় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাওলাপাড়ার বেবি আক্তার (স্বামী স্বপন মিয়া) পূর্বে নান্দাইল পৌরসভার নাথপাড়ার বাসিন্দা ছিলেন। নানা অপকর্মের কারণে ২০২২ সালে এলাকাবাসী তাদের তাড়িয়ে দেয়। পরে তিনি হাওলাপাড়ায় বাবার বাড়িতে বসবাস শুরু করেন। এখানেও অনিয়ম ও অপব্যবহারের কারণে স্থানীয় সালিশে পরিবারটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।
সম্প্রতি বিল্লাল মিয়ার সুপারি গাছ নিয়ে বিরোধের জেরে বেবি আক্তার ও তার ছেলে সেলিমের সঙ্গে বিল্লালের পরিবারের সংঘর্ষ হয়। ঘটনার পর স্থানীয় সালিশে বেবি আক্তার ও তার ছেলে দোষী সাব্যস্ত হন। কিন্তু পরদিন তারা উল্টো ৬ অক্টোবর দুইটি মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। এতে নিরপরাধ বিল্লাল মিয়াকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
সালিশে উপস্থিত গন্যমান্য ব্যক্তিরা জানান, ঘটনাটি সম্পূর্ণ সাজানো ও মিথ্যা। বেবি আক্তার দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে হয়রানি করে আসছেন।
বিশেষ ভাবে উল্লেখ্য যে, মামলার এজাহারে বলা হয়েছে, সেলিম মিয়ার ডান হাতের হাড় ভাঙা। বাস্তবে দেখা যায়, সে তার বাম হাতে বেল্ট বেঁধে রেখেছে। এ বিষয়ে আহত সেলিম মিয়াকে প্রশ্ন করা হলে, সে কোথায় চিকিৎসা নিয়েছে তা সঠিকভাবে বলতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে প্রকৃত ঘটনা উদঘাটন ও মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

