হোসেন হাওলাদার,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী মালখানগর উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বিদ্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মুহাম্মদ ইয়াছিন সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হায়দার আলী এবং স্পেনপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলম শেখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অভিভাবক সমাবেশে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ফলাফল উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে বিদ্যালয় মাঠে অগ্নিনির্বাপন সরঞ্জাম বিতরণ এবং শিক্ষার্থীদের অগ্নি নির্বাপন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

