নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে উপজেলার প্রতিটি জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার জন্য যে অবদান রেখেছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য এবং দেশের কল্যাণ কামনা করা হয়। পরে কিছু মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

