শাহীনূর রহমান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় প্রায় ১৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। আমাদের দেশের জলজ প্রতিবেশ এবং মাছের উৎপাদন রক্ষার জন্য এই মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তার পরও কিছু লোভি চাষি এ মাছ মানুষের অজান্তে চাষ করে আসছে, স্থানীয় লোকজনের মাধ্যমে জানাজনি তে উপজেলা মৎস্য কর্মকর্তার আভিযানের মাধ্যমে মাছ গুলো জব্দ করা হয়।
পিরানহা মাছ মানুষের জন্য কতখানি খারাপ: জলজ পরিবেশের জন্য হুমকি, পিরানহা একটি অত্যন্ত আগ্রাসী এবং মাংসাশী মাছ। যদি এই মাছ আমাদের দেশীয় নদী বা জলাশয়ে ছড়িয়ে পড়ে, তবে এটি দেশীয় প্রজাতির ছোট মাছ, পোনা এবং অন্যান্য জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। এর ফলে আমাদের দেশের মৎস্য সম্পদ ধ্বংস হতে পারে। মানুষের জন্য বিপদ,পিরানহার দাঁত খুবই ধারালো এবং এরা দলবদ্ধভাবে আক্রমণ করে। যদিও মানুষের উপর এদের হামলার ঘটনা কম, তবে জলাশয়ে নামলে এরা ছোট শিশু যারা এ বিষয়ে বলতে পারেনা তাদের উপর আক্রমণ করে। অনেক মানুষ এখনও জানেনা যে এ মাছ মানুষকেও আক্রমণ করতে পারে। পিরানহা মাছ দেশীয় মাছের উৎপাদন কমিয়ে দেয়, যা জেলে এবং মাছ চাষিদের জন্য বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। পিরানহা মাছের এমন কোনো উল্লেখযোগ্য ভালো দিক নেই যার কারণে এটি আমাদের দেশে চাষ করা বা খাওয়া উচিত।
এটি আমাদের দেশের জলজ বাস্তুতন্ত্রের জন্য একটি বহিরাগত এবং ক্ষতিকর প্রজাতি। এই কারণেই সরকার পিরানহা মাছ চাষ ও বিক্রি নিষিদ্ধ করেছে। এই ধরনের মাছ জব্দ করা আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আপনার এলাকায় পিরানহা মাছ বা অন্য কোনো বিষয়ে জানতে পারেন তাহলে স্থানীয় মৎস কর্মকর্তাকে জানানোর জন্য বিশেষ ভাবে বলা হল।

