• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • খুবির ইএস ডিসিপ্লিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান উপাচার্যের 

     swadhinshomoy 
    17th Sep 2025 5:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    এইচ এম সাগর (হিরামন) খুলনা:

    খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্ব ওজোন দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ডিসিপ্লিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
    কর্মসূচির শুরুতে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে হাদী চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে ডিসিপ্লিনের ফিল্ড ল্যাবরেটরিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন উপাচার্য। এসময় উপাচার্য বলেন, আমরা যদি পরিবেশকে রক্ষা করি তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। তিনি পরিবেশ সংরক্ষণ এবং ওজোন স্তর রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমানসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। ##

    খুবিতে এভিডেন্স এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যান
    প্রিপারেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
    খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “এভিডেন্স এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যান প্রিপারেশন (ক্লাস্টার-১)” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইকিউএসি প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনকে সুস্পষ্ট কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তথ্য-প্রমাণভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একাডেমিক মান বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হবে। রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন এর প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস্টার-১ এর আওতাধীন বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
    আলোচনায় অংশগ্রহণকারীদের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া, প্রমাণভিত্তিক তথ্য উপস্থাপন এবং প্রাতিষ্ঠানিক মানোন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930