swadhinshomoy
24th Sep 2025 3:18 pm | অনলাইন সংস্করণ Print
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির বিজ্ঞ সিনিয়র এডভোকেট জনাব মোঃ ইমান উল্লাহ প্রথম জানাযা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হবিগন্জ জজকোর্ট প্রাঙ্গণে এবং ২য় জানাযা আগামীকাল বাদ জোহর মাধবপুর উপজেলার নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এডভোকেট ইমান উল্লাহ ১১/০৯/১৯৮৩ সালে হবিগঞ্জ আইনজীবী সমিতিতে যোগদান করেন এর আগে তিনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরবর্তীতে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ছিলেন। ২০১১ সালে তিনি পবিএ হজ্ব পালন করেন।উনার স্মৃতির স্মরনে আজ হবিগন্জ জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে ফুল কোর্ট রেফারেন্স এবং আইনজীবী সমিতিতে শোক সভা অনুষ্টিত হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

