দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউপি’র নতুন আদহ এলাকার মাঠপাড়া গ্রাম থেকে শাওন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
নিহত শাওন ঐ এলাকার মৃত তৈয়জদ্দি মন্ডলের ছেলে।
স্থানীয়রা বলেন, নিহত শাওনের স্ত্রী বাড়ীতে নাথাকার কারনে এবং রাতে ঘুমানোর জন্য ঘরে ঢুকে বের নাহওয়াতে দুপুরের দিকে আমরা তাকে ডাকতে গিয়ে শোবার ঘরের মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখি। পরে থানা পুলিশকে খবর দেই, তারা এসে লাশ উদ্ধার করেন। স্থানীয়রা আরোও বলেন, লাশ দেখে মনে হচ্ছে রাতে কোন একসময় কে বা কাহারা মেরে ফেলতে পারে বলে আশংখ্যা প্রকাশ করেন তারা।
এব্যাপারে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃত শাওনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছেনা বলে জানান তিনি।

