হাফেজ মাওলানা আবু রায়হান:
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় একটি পুরি-সিঙ্গারার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই দোকানের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং পাশের একটি বিকাশের দোকানেও আগুনের প্রভাব পড়ে। এতে দোকানদার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে বাজারের আশপাশের সাধারণ মানুষ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কিন্তু দোকানে থাকা গ্যাস সিলিন্ডারের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে পুরি-সিঙ্গারার দোকানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়া বিকাশের দোকানেও কিছু আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

