কিশোরগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন (কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপি’র সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ঢাকা বিভাগীয় সাবেক স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু। বুধবার (০১ অক্টোবর) বিকালে হোসেনপুর পৌরসভা ও গোবিন্দপুর ইউনিয়নের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শনে কালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন সকল সনাতন ধর্মালম্বীদের কাছে। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও একাদশ সংসদ নির্বাচনের ধানে শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম খান চুন্নুকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নুর আলম এরশাদ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন-আহ্বায়ক সিরাজ উদ্দিন সিরাজ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির নেতা আখতারুজ্জামান পল্টু, বিএনপি নেতা সৌরভ মিয়া, ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক, বিএনপি নেতা হাফিজ উদ্দিন, যুবদল নেতা আলী আজাদ মুরাদ প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

