শাকিল আহমেদ, নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া ৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২ অক্টোবর) বিকালে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আগদিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ বিশ্বাস এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুদ মিনার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল বিশ্বাস, আগদিয়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আগদিয়া ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় অনুষ্ঠানের সভাপতি হানিফ বিশ্বাস উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে, আগত নেতৃবৃন্দরা কর্মীদের বিভিন্ন মতামত নিয়ে আলোচনা শুরু করেন। বক্তব্যে নেতারা বলেন নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারনে আমরা সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে পড়েছি নিজেরা সকলে মিলেমিশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ আসনে ধানের শীষ প্রতীক এর বিজয় করার লক্ষ্যে কাজ করে যেতে হবে।

