পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
চাঁদাবাজি ও বিশৃঙ্খলার অভিযোগ, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে পুলিশ; অভিযান অব্যাহত রাখার ঘোষণা ওসির।
পটুয়াখালী সদর থানা পুলিশ একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এই চক্রের বিরুদ্ধে শহরে চাঁদাবাজি, জোরপূর্বক অর্থ আদায় এবং মারামারি করে বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো:
১. তালহা মৃধা (২০), পিতা: মোঃ মুরাদ মৃধা, সাং: সবুজবাগ মোড়, পটুয়াখালী সদর।
২. মোঃ আল কাইয়ুম রিফাত (২১), পিতা: মোঃ রিপন হাওলাদার, সাং: পিটিআই স্কুলের পিছনে, পটুয়াখালী সদর।
৩. মোঃ নাজমুল হাসান (১৯), পিতা: মোঃ জসিম খান, সাং: থানাপাড়া, পটুয়াখালী সদর। (মূল ঠিকানা: নলছিটি, ঝালকাঠী। পটুয়াখালী শহরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন)
৪. মোঃ সিয়াম সিকদার @ আকাশ (১৯), পিতা: মোঃ রিপন সিকদার, সাং: শের-ই-বাংলা সড়ক রোড, পটুয়াখালী সদর। (মূল ঠিকানা: কাঠালতলী, মির্জাগঞ্জ। পটুয়াখালী শহরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন)
পুলিশ সূত্রে জানা যায়, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মানুষকে বিভিন্ন ফাঁদে ফেলে অবৈধভাবে আটক করত এবং জোরপূর্বক অর্থ আদায় করত। এছাড়াও, তারা শহরের বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে মারামারি করে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছিল।
সম্প্রতি এক ভুক্তভোগীর ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে তাকে অবৈধভাবে আটক করে এবং জোরপূর্বক টাকা আদায় করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর কিশোর গ্যাংয়ের এই সদস্যদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা (এফআইআর) রুজু করা হয়েছে। তদন্ত শেষে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই কিশোর গ্যাং সদস্যদের আটক করার ঘটনায় পটুয়াখালী পৌরসভা এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের এমন ভূমিকায় পটুয়াখালী থানা পুলিশ প্রশংসার জোয়ারে ভাসছে। সাধারণ মানুষ এ ধরনের অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, “শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সুনাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

