মনিরুল ইসলাম, নাটোর:
নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়নের রাতাল বাজার এলাকায় সরকারি খাস দিঘি দখল ও পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, প্রভাবশালী কয়েকজন ব্যক্তি প্রায় ৫২ বিঘা সরকারি খাস সম্পত্তির পুকুর (দিঘি) মামলাধীন থাকা সত্ত্বেও জবরদখল করে মাছ চাষ চালিয়ে আসছেন।
৪ অক্টোবর ( শনিবার) দিবাগত রাতে ওই দিঘিতে মুরগির লিটার ফেলা হয় এবং দিঘির পাড়ে স্তূপ করা হয়, যা এলাকায় তীব্র দুর্গন্ধ সৃষ্টি করেছে।
স্থানীয়রা লিটার অপসারণ ও দূষণ বন্ধের দাবি জানালে, কয়েকজন দখলদার রাগান্বিত হয়ে অশোভন আচরণ করেছেন। ধারণা করা হচ্ছে, প্রভাবশালী মহলের আশ্রয়ে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয়দের দাবি দিঘিটি পুনরায় সরকারি নিয়ন্ত্রণে আনা হোক। তদন্ত সাপেক্ষে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। মুরগির লিটার অপসারণ ও পরিবেশ দূষণ রোধ করা হোক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দিঘি এলাকায় নজরদারি জোরদার করা দরকার।
এ বিষয়ে সিংড়া উপজেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জরুরি বলে মনে করছেন।

