নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ৫ অক্টোবর ২০২৫:
ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগে অনিয়ম, বৈষম্য ও দুর্নীতির অভিযোগ এনে রাজধানীর শ্যামপুরের জুরাইনে অবস্থিত ঢাকা রেশনিং কার্যালয়ের সামনে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন বলে “ন্যায্য নিয়োগ চাই, দুর্নীতি নয়”—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে জুরাইন রেশনিং অফিসের সামনের পুরো এলাকা।
প্রতিবাদকারীরা জানান, গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঢাকা রেশনিং কর্তৃক ওএমএস ডিলার নিয়োগ ২০২৫-এর উন্মুক্ত লটারি। কিন্তু ওই লটারিতে ব্যাপক অনিয়ম, পক্ষপাত ও সাজানো নাটকীয়তা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
ডিলার প্রার্থীরা ২০ দফা দাবি তুলে ধরেন
এর মধ্য
১.২০২৪ সালের নিয়োগ প্রক্রিয়া পূর্ববর্তী যোগ্য ডিলারদের বাদ না দেওয়া ।
২.নিয়োগ তালিকা প্রকাশের পূর্বে তদন্ত কমিটি গঠন ও যাচাই বাছাই করা ।
৩.টেন্ডার প্রক্রিয়া স্বচ্ছল ও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা ।
৪.দুর্নীতি ও অন্যান্য জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ।
৪. ৪০৫ জনের মধ্যে ২৮৭জনের আবেদন বাদ দিয়ে ১১৮ জনের নিয়োগ পুনরায় বিবেচনা করে ডিলারশিপ চালু করা হাই

