swadhinshomoy
25th Aug 2025 8:16 am | অনলাইন সংস্করণ Print
আব্দুল ওয়াহাব জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
প্রতি বছরের ন্যায় এবারও বসানো হয়েছে বূক্ষ রোপন অভিযান ও বূক্ষ মেলা। জানা গেছে, সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে বূক্ষ রোপন অভিযান ও বূক্ষ মেলা,২০২৫, আয়োজন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও সামাজিক বন বিভাগ সাতক্ষীরা। এখানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনে ফুল,ফল সহ বিভিন্ন ধরনে মেসেজের গছ ও চারা ,আর এই মেলা শুরু হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনকি গভীর রাত পর্যন্ত ও থাকে দর্শনার্থীদের ভিড়। শিশু থেকে শুরু করে মধ্যে ও বয়োবৃদ্ধরা ও আসছে এসব গাছের পাঠশালা দেখতে ও কিনতে। আজ সকালে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় ছিল লক্ষনীয়। কেউ কিনছে, ভিষজ, আবার কেউ বা কিনছে ফলের চারা ও ফুলের চারা
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

