খুলনা বু্্যরো প্রধান,শেখ রাজু আহমেদঃ
খুলনা বটিয়াঘাটার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের সবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুলের সহযেগী আওয়ামী নেতা জুম্মান মোল্লা দেশিয় অস্ত্র সহ জনতার হাতে আটক।গতকাল রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে ভান্ডারকোট ইউনিয়ানের জয়পুর বাজার থেকে তাকে আটক করা হয়।ঘঠনা স্থলে থাকা ভুক্তভুগি সাইদুল ইসলাম বলেন,”আমাদের ছোট ভাই জয়পুর কাটা খাল নামক একটি ইজারা নেয়া ঘেরে মাছ ছাড়ে। উক্ত মাছ ছাড়াকে কেন্দ্র করে জুম্মান মোল্লা,মাহফুজ,আনিছ মোল্লা সহ তাদের সহযোগীর ভান্ডারকোট ইউনিয়নের ৯নং ওয়ার্ড জয়পুর বাজারে আমাদের উপর হামলা করতে আসলে বাজারে জনতার দাওয়া খেয়ে মাহফুজ,আনিছ মোল্লা সহ তাদের অন্যন্য সহযোগীরা পালিয়ে যায়।”এসময় সাধারণ জনগন জুম্মানকে একটি চাইনিজ কুড়াল ও একটি স্টিক সহ আটক করে।পরে তাকে বটিয়াঘাটা থানায় সোপর্দ করে।এ বিষয় বটিয়াঘাটা থানায় একটি অভিযোগ করা হয়।বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রু বাসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিব করেন না।বটিয়াঘাটা থানার ডিউটি অফিসার জানান,জুম্মানের বিরুদ্ধে আগেই মামলা আছে এবং আজকের মামলার বিষয প্রকৃয়াধিন আছে।এর বেশি আমি বলতে পারবো না।

