রিয়াজুল ইসলাম, হাতিয়া প্রতিনিধি:
ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর ৩৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে হাতিয়ার কৃতী সন্তান, সাবেক সংসদ সদস্য ও খ্যাতিমান প্রকৌশলী মোঃ ফজলুল আজিম-কে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনটির সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের আহ্বানে গঠিত এ কমিটিতে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অভিজ্ঞ প্রকৌশলীরা অন্তর্ভুক্ত হয়েছেন। সাবেক সংসদ সদস্য, সিনিয়র প্রকৌশলী এবং পেশাজীবী ব্যক্তিত্বদের সমন্বয়ে এ উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
প্রকৌশলী ফজলুল আজিম হাতিয়ার জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও পেশাগত দায়িত্বে তিনি সুপরিচিত। প্রকৌশলী হিসেবেও তাঁর অবদান প্রশংসনীয়। এ কারণে তাঁকে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা নির্বাচিত করা হাতিয়ারবাসীর জন্য গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ্যাব দেশের প্রকৌশলীদের অধিকার সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত উপদেষ্টা কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়।

