swadhinshomoy
21st Sep 2025 5:20 pm | অনলাইন সংস্করণ Print
সজিব আহমেদ, ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট সিরামিক কারখানায় মেশিনচাপা পড়ে মামুন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুন গফরগাঁও উপজেলার দুবাসিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, বিকেলে কারখানায় একটি গাড়ি থেকে মেশিন নামানোর সময় সেটি পড়ে গেলে মামুন তার নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

